থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১৩
প্রথম নিউজ, ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলের চোনবুড়ি প্রদেশে একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৪০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট। কর্নেল উত্তিপং সোমজাই জানান, টেলিফোনে মাউন্টেন বি নাইটক্লাবটিতে রাত ১টার দিকে আগুন লাগার খবর পায় তারা। ভুক্তভোগীরা সবাই থাইল্যান্ডের নাগরিক বলেও জানান তিনি। আইএনএন নিউজের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৪ জন নারী। উদ্ধাকর্মীরা বলছেন, আহত হয়েছেন আরও ৪০ জন। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews