তাবেদার রাষ্ট্র এবং আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সাঈদীকে পরিকল্পিত হত্যা করা হয়েছে: খায়রুল হাসান
বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজ ঢাকায় করতে না দেয়া এবং সারাদেশে গায়েবানা জানাজায় হামলার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ
প্রথম নিউজ, গাজীপুর: বিশ্ব নন্দিত মোফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী র: এর জানাজার নামাজ ঢাকায় আদায় করতে না দেওয়া, সারা দেশে গায়েবানা জানাজায় হামলা বাধা এবং চকরিয়ায় ফোরকান উদ্দিন হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ খায়রুল হাসান বলেছেন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী র: একটি বিপ্লবের নাম, একটি আন্দোলন, একটি ইতিহাস। ইসলামের প্রচার প্রসার, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং মজলুম মানুষের মুক্তির লক্ষ্যে তিনি আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন। দুনিয়ার লালসা, বাতিলের রক্ত চক্ষু, সরকারের জেল জুলুম নির্যাতন এমনকি ফাঁসির মঞ্চ তাকে অভিষ্ঠ লক্ষ্য থেকে চুল পরিমান সরাতে পারেনি। এদেশে আধিপত্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আল্লামা সাঈদীকে প্রধান বাধা মনে করার কারণেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ফরমায়েশি রায়ে জেলে বন্দী রেখে তাকে পরিকল্পিত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মোঃ খায়রুল হাসানের নেতৃত্বে মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সালনা পুবালী ব্যাংক থেকে শুরু হয়ে সালনা বাজারের ওভার ব্রিজের ওপরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি , গাজীপুর মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মোঃ সালাহউদ্দিন আইয়ুবী সমাবেশের সঞ্চালনা করেন।বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে মহানগর থানা জামায়াতের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক জামায়াত শিবিরের কর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মো: খায়রুল হাসান আরো বলেন আল্লামা শহীদ দেলওয়ার হোসাইন সাঈদী র: এর বিরুদ্ধে আনিত অভিযোগ শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার। সাজানো এই উপখ্যান সম্পূর্ণ বানোয়াট মিথ্যায় ভরা।দেশের মানুষ এই অভিযোগ বিশ্বাস করেনা।অথচ মিথ্যা অভিযোগে তাঁকে প্রথমে মৃত্যু দন্ড পরে জনতার বিক্ষোভের মুখে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।দীর্ঘ ১৩ বছর জেলখানার অন্ধকার কারা প্রকোষ্ঠে পরিবার থেকে বিচ্ছিন্ন রেখে শীতে গরমে বিনা চিকিৎসায় আমাদের নয়নের মনি বয়োবৃদ্ধ মানুষটিকে অমানুষিক কষ্ট দেওয়া হয়েছে। কারাগার থেকে হাসপাতালে গাড়ী
থেকে নামার সময় হাসোজ্জল মানুষটির এমন কি হলো তারপরদিন আমরা মৃত্যুর সংবাদ শুনলাম।
এই সময়ের মাঝে বারাবার আকুতি মিনতি করা সত্ত্বেও কেন পরিবারের সদস্যদের সাথ সাক্ষাতের সুযোগ দেওয়া হলোনা। সচেতন দেশবাসীর এই জায়গায় সন্দেহ তাহলে কি হত্যাকান্ড পরিকল্পিত? এই প্রশ্নের নিরসন সরকারকে করতে হবে। তিনি আরো বলেন তার মৃত্যুর সংবাদ শুনে বাংলাদেশসহ সারা দুনিয়ায় শোকের ছায়া নেমে আসে। পবিত্র খানায়ে কাবাসহ মুসলিম অমুসলিম প্রায় ১০০ শতাধিক দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। অথচ মুসলিম অধ্যুষিত দেশ মসজিদের শহর নামে খ্যাত ঢাকায় জানাজার নামাজের কোন সুযোগ দেওয়া হলোনা। বরং কক্সবাজারের চকরিয়া জানাজায় গুলি করে ফেরকান উদ্দিন নামে একজনকে হত্যা করা হয়েছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে জানাজায় বাধা দেওয়া হয়েছে। ১৮ তারিখ সারা দেশে ঘোষিত দোয়া করতে নিষেধ করা হয়েছে। দোয়া করার কারণে অনেক জায়গায় ইমামকে চাকুরিচুত্য ও নাজেহাল করা হয়েছে। এর চেয়ে জঘন্য ও অমানবিক আচরণ আর কিছু হতে পারে না। তিনি আরো বলেন শহীদ মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী র: যুগ থেকে যুগান্তরে কাল থেকে কালান্তরে প্রজন্ম থেকে প্রজন্ম এদেশের জনগণ এবং ইসলাম প্রিয় জনতার হ্রদয়ে প্রেরণা হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ দেলওয়ার হোসাইন সাঈদী যে জন্য আজীবন সংগ্রাম করেছেন আমরা সেই চেতনা বুকে ধরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা এবং আল কোরআনের ভিত্তিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষ্যে সকল বাধা উপেক্ষা করে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।