তেজগাঁও রেলগেট অবরোধ করে জামায়াতের বিক্ষোভ
প্রথম নিউজ, ঢাকা : সরকার পতনের এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর তেজগাঁও এলাকায় রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রেলগেট অবরোধ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
কর্মসূচি পালনকালে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে ঢাকা মহানগরী উত্তরের মজলিসে সূরা সদস্য এম জে রহমান, নোমান আহমেদি, এম আব্দুল্লাহ, আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।