ঢামেকে পিলখানা হত্যা মামলার আসামির মৃত্যু

ঢামেকে পিলখানা হত্যা মামলার আসামির মৃত্যু

প্রথম  নিউজ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় পিলখানা হত্যা মামলার আসামি মো. আবেদ আলীর(৫৭)মৃত্যু হয়েছে। নিহতের হাজতি নম্বর ১৩৬০৯/১৯।

মঙ্গলবার (১৩ জুন) সকাল সোয়া দশটার দিকে তার মৃত্যু হয়।


নিহতের গ্রামের বাড়ি দিনাজপুরের কোতোয়ালি থানার মুরাদপুর গ্রামে। সে ওই এলাকার সামির উদ্দিনের সন্তান ছিল।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার সুভাষ কুমার ঘোষ জানান, নিহত আবেদ আলী পিলখানা হত্যা মামলার বিচারাধীন কারাবন্দি ছিলেন। গত ৭ জুন কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কারারক্ষী দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে আজ সকাল সোয়া ১০ টার দিকে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।