ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে কাভার্ডভ্যান সহকারীর মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : ওই কাভার্ডভ্যানের চালক সুমন বলেন, ভ্যান নিয়ে ডালপট্টি রহমতগঞ্জ এলাকা দিয়ে যাওয়ার সময় ওই এলাকায় কিছু তারের সঙ্গে বিদ্যুতের লাইন লাগানো ছিল। আমরা গাড়ি নিয়ে যাওয়ার সময় ওই তার ছিঁড়ে যায়, পরে হেলপার সেই তার সড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর ফকিরা গ্রামে। তিনি শাজাহান আলীর সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।