ঢাকায় পদযাত্রায় জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
গায়েবি মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি
প্রথম নিউজ, ঢাকা : গায়েবি মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। আজ মঙ্গলবার আড়াইটার পরে ধানমন্ডি ও গাবতলী এলাকায় পৃথক পদযাত্রা করবে দলটি। কর্মসূচিতে অংশ নিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠের সামনের সড়কে অবস্থান করছেন তারা। এদিকে কর্মসূচিতে আসার পথে লালবাগ থানার সাতজন নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুর সাড়ে তিনটায় ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
অন্যদিকে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে একই সময়ে গাবতলীর বাগবাড়ী আইএফআইসি ব্যাংকের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে টেকনিক্যাল ও কল্যাণপুর বাসস্ট্যান্ড হয়ে শ্যামলী শিশু মেলার বাঁ পাশ ও পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে ৬০ ফিট রাস্তায় গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।