ঢাকায় তুমুল বৃষ্টি
আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

প্রথম নিউজ, ঢাকা: বুধবারও দেশের আট বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চার বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।
আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বুধবার রাতে ঢাকায় বৃষ্টি হয়েছে। তবে সকালের দিকে বৃষ্টি ছিল না, তবে ঢাকার আকাশে মেঘ ছিল। তবে বেলা ১১টার পর ঘন কালো মেঘে ঢাকার আকাশ ছেয়ে যায়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় বৃষ্টি। টানা তুমুল বৃষ্টি চলে বেলা সোয়া ১২টা পর্যন্ত। এরপর বৃষ্টি কমে আসে। তখনও মেঘের গর্জন শোনা যাচ্ছিল।
বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে বাইরে কাজে কর্মে বের হওয়া নগরবাসী। কোথাও কোথাও সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানিতে তলিয়ে যায় সড়ক।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এ সময়ে রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা কম ছিল। এ সময়ে ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এখন মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।