ঢাকায় আসার জন্য উদগ্রীব শিল্পা শেঠি

বলিউড সেনসেশন শিল্পীা শেঠি ঢাকায় আসছেন

ঢাকায় আসার জন্য উদগ্রীব শিল্পা শেঠি
ঢাকায় আসার জন্য উদগ্রীব শিল্পা শেঠি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বলিউড সেনসেশন শিল্পী শেঠি ঢাকায় আসছেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে তিনি বাংলাদেশ আসছেন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। মিরর ও ম্যাক্স শপারস আয়োজিত এবং বায়োজিন কসমেসিউটিক্যাল তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করছে।  আয়োজনের প্রথম দুই দিন আগামী ২৮ ও ২৯ জুলাই থাকছে ‘ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। দেশের বিভিন্ন শিল্প খাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে এই আয়োজনে। অনুষ্ঠানে থাকবে ফ্যাশন শো, গান, ড্যান্সসহ নানা আয়োজন।

জানা যায়, অনুষ্ঠানে অংশ নিতে ৩০ জুলাই দুপুরে ঢাকায় এসে পৌঁছানোর কথা শিল্পার। পরদিনই তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এক ভিডিও বার্তায় ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ‘ঢাকার এ আয়োজনে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে। ’ এর আগে ২০১৬ সালে ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। ৬ বছর পর বাংলাদেশে আসতে পেরে আনন্দিত শিল্পা। 

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। উদগ্রীব হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন। ’ শিল্পার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু।  তাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, তাহসান খান, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও দীঘি প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom