ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পের মাত্রা ছিল ৫ দশমিক তিন।
প্রথম নিউজ, অনলাইন: ঢাকায় আঘাত হেনেছে মধ্যম মাত্রার একটি ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক তিন। সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পের মাত্রা ছিল ৫ দশমিক তিন। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারও (ইএমএসসি) বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। তবে তারা উৎপত্তিস্থল জানিয়েছে, ভারতের আসাম।