ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলোমিটার যানজট 

আজ মঙ্গলবার (৪ জুল‌াই) বেলা ১১টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় প্রাইভেটকার ও শিশু খাদ‌্যবহনকারী ট্রা‌কের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলোমিটার যানজট 

প্রথম নিউজ, টাঙ্গাইল: দুর্ঘটনা এবং চালকদের বেপরোয়াভা‌বে গাড়ি চালানোর ফলে ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (৪ জুল‌াই) বেলা ১১টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার জোকারচর এলাকায় প্রাইভেটকার ও শিশু খাদ‌্যবহনকারী ট্রা‌কের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসড়‌কের চরভাবলা হ‌তে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১০ কি‌লো‌মিটার যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এদি‌কে মহাসড়‌কে যানজটের সৃ‌ষ্টি হওয়ায় ঢাকা ও উত্তরবঙ্গমুখী প‌রিবহনগুলো ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার ক‌রে চলাচল কর‌ছে। এতে ওই আঞ্চ‌লিক সড়‌কেও কোথাও কোথাও পরিবহ‌নের ধীরগ‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানা পুলিশের উপ-প‌রিদর্শক (এসআই) গোলাম রব্বানী ব‌লেন, মহাসড়‌কের জোকারচর এলাকায় দুর্ঘটনা ঘ‌টে। এতে একজন নারী আহত হন। দুর্ঘটনার কার‌ণে মহাসড়‌কে যানবাহ‌নের চাপ বে‌ড়েছে। এতে ধীর‌গতি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।