ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সালমান খান

বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সালমান খান
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সালমান খান-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ কারণে তার শুটিং ও যাবতীয় কাজ বন্ধ রেখেছেন। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে সম্পূর্ণ রয়েছেন। জানা গেছে, তিনি পুরোপুরি সুস্থ হয়েই কাজে ফিরবেন। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে দিওয়ালির সব আমন্ত্রণে অংশ নিতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন ভাইজান। তাছাড়া কিছু দিনের জন্য ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে তাকে। শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক কর্ণ জোহরকে। তবে এ পর্বের শুটিং আগেই শেষ করা ছিল।

সালমানের কবে ডেঙ্গু ধরা পড়েছে তা স্পষ্ট করে জানা যায়নি। কিন্তু তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তার শারীরিক পরিস্থিতি খুব বেশি খারাপ নয়। দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন সালমান।

প্রসঙ্গত, আগামী মঙ্গলবার, ২৫ অক্টোবর থেকে পরের ছবির শুটিং শুরু করার কথা রয়েছে সালমানের।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom