ড. মোশাররফ হোসেনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আজ শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান। এসময় তিনি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের চিকিৎসার খোঁজ খবর নেন। 

ড. মোশাররফ হোসেনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিউজ দর্পণ, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে হাসপাতালে  দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান। এসময় তিনি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের চিকিৎসার খোঁজ খবর নেন। 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। 

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ শারীরিক অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারসহ পরিবারের সদস্যরা তাকে এভারকেয়ার হাসপাতালে কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ভর্তি করান।

এসময় বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।