ড. ইউনূসের কারাদণ্ড সরকারের জিঘাংসার বহিঃপ্রকাশ
গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ মন্তব্য করেছেন তিনি।
প্রথম নিউজ, অনলাইন: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ড সরকারের জিঘাংসার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আসম আবদুর রব। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ মন্তব্য করেছেন তিনি। আসম রব বলেন, পৃথিবী থেকে দারিদ্র্য নির্বাসন করে জাদুঘরে প্রেরণসহ ৩ শূন্যের প্রবক্তা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তথাকথিত মামলায় কারাদণ্ড দেয়ায় বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদাকে দারুণভাবে বিনষ্ট করেছে। গত এক দশকেরও বেশি সময় ধরে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের জিঘাংসা ও নির্মমতার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে এই রায় প্রদানের মাধ্যমে। এতে সরকারের হীন উদ্দেশ্যই প্রতিফলিত হয়েছে। এ রায়ে ব্যক্তি ইউনূসকেই নয়, সমগ্র বাঙালি জাতিকে অপমান করা হয়েছে। এর দায়ভার এই সরকারকে বহন করতে হবে। এ রায়ে বিশ্বব্যাপী তীব্র এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।
আমরা সবাই জানি তিনি ব্যক্তিগত লাভের জন্য কোনোকিছু করেননি। তিনি যে সমস্ত উদ্যোগ নিয়েছেন তার কোনোটিতেই তিনি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নেননি- সেটা গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসা কিংবা অন্য বড় কোনো প্রতিষ্ঠানই হোক। অবিলম্বে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাকে অব্যাহতি প্রদানের আহ্বান জানান তিনি।