ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তার জামিন বাতিল
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিন মামলায় আদেশে তাদের জামিন বাতিল করেন।
প্রথম নিউজ, অনলাইন: ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হকের দায়ের করা মামলায় ওই গ্রুপের পাঁচ কর্মকর্তার জামিন বাতিল করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিন মামলায় আদেশে তাদের জামিন বাতিল করেন।
ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তা হলেন গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স-আইন) মো. ফখরুজ্জামান ভূঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সেক্রেটারি) আবু ইউসূফ মো. সিদ্দিক।
সম্পত্তি আত্মসাৎ-সংক্রান্ত তিন মামলায় ২২ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২৩ ফেব্রুয়ারি তাদের ভিন্ন ভিন্ন মামলায় ভিন্ন ভিন্ন মেয়াদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়।
অন্যদিকে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে প্রত্যেকের জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার প্রত্যেকের রিমান্ডের আবেদন নামঞ্জুর করে পৃথক পৃথক আদেশে জামিন দেন। জামিন আদেশের শর্ত দেওয়া হয় ২৫ ফেব্রুয়ারি রোববার প্রত্যেকের পাসপোর্ট আদালতে দাখিল করতে হবে।
আদালত সূত্রে জানা গেছে, রোববার পাসপোর্ট দাখিল না করায় আদালত প্রত্যেকের জামিন বাতিল করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জের ধরে তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলো দায়ের করেন প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক। মামলায় লতিফুর রহমানের আরেক মেয়ে সিমিন রহমানকে আসামি করা হয়। লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমানকে দুটি মামলায় আসামি করা হয়। সিমিন রহমানের ছেলে আয়াত হোসেনকে একটি মামলায় আসামি করা হয়।
মামলাগুলোয় অবৈধভাবে ট্রান্সকম গ্রুপের শেয়ার স্থানান্তর, লতিফুর রহমানের টাকা বেআইনিভাবে এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।