ট্রেনে আগুন : বিশেষ ক্ষমতা আইন ও হত্যার অভিযোগে মামলা
মঙ্গলবার রাতে রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে মামলাটি করেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনের আগুনে চারজন নিহতের ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ, ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন। তিনি জানান, নাশকতা ও হত্যার অভিযোগে অজ্ঞাত পরিচয়ে আসামি করে কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও রেলওয়ে পুলিশ, র্যাব, থানা-পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ (সিটিটিসি) বিভিন্ন ইউনিট ঘটনা তদন্তে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এর আগে তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় রেলের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন।