ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রাজু আহমেদ (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) মধ্য রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।খিলক্ষেত থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) দীন মোহাম্মদ জানান, খবর পেয়ে ৩০০ ফিট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।