ট্যালকম থেকে ক্যান্সার: ৯ বিলিয়ন ডলার দিয়ে মামলা নিষ্পত্তির চেষ্টা জনসন অ্যান্ড জনসনের

জনসন অ্যান্ড জনসনের ট্যালকম পাউডারগুলি ক্যান্সারের কারণ। এমন দাবি ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক।

ট্যালকম থেকে ক্যান্সার: ৯ বিলিয়ন ডলার দিয়ে মামলা নিষ্পত্তির চেষ্টা জনসন অ্যান্ড জনসনের
ট্যালকম থেকে ক্যান্সার: ৯ বিলিয়ন ডলার দিয়ে মামলা নিষ্পত্তির চেষ্টা জনসন অ্যান্ড জনসনের

প্রথম নিউজ, ডেস্ক : জনসন অ্যান্ড জনসনের ট্যালকম পাউডারগুলি ক্যান্সারের কারণ। এমন দাবি ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। ৮.৯ বিলিয়ন ডলার দিয়ে এই সংক্রান্ত পুরনো মামলাগুলি এবার শেষ করতে চাইছে ইউএস ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসন। নিউ জার্সি-ভিত্তিক সংস্থাটি বলেছে যে ট্যালক মামলা সংক্রান্ত সমস্ত দাবি ন্যায়সঙ্গতভাবে এবং দক্ষতার সাথে সমাধান করার জন্য আদালতের অনুমোদন প্রয়োজন। যদি শেষ পর্যন্ত তাদের দাবি অনুমোদন পায়, তাহলে তা হবে মার্কিন ইতিহাসে কোনও পণ্যের ক্ষেত্রে অন্যতম বৃহৎ অঙ্কের সমঝোতা। জনসন অ্যান্ড জনসনের পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গিয়েছে। অ্যাসবেস্টস শিশু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর সংস্পর্শে এলে ক্যানসার পর্যন্ত হতে পারে। ওভারিয়ান ক্যান্সারের জন্য দায়ী অ্যাসবেস্টসের উপাদান ধারণকারী এই ট্যালকম পাউডার নিয়ে জনসন অ্যান্ড জনসন হাজার হাজার মামলার সম্মুখীন হয়েছে। যদিও ফার্মটি কখনই নিজেদের ভুল স্বীকার করেনি। ২০২০ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা কোম্পানির বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেয়। 

জনসন অ্যান্ড জনসনের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস একটি বিবৃতিতে বলেছেন -''কোম্পানি বিশ্বাস করে যে এই দাবিগুলিতে বৈজ্ঞানিক প্রমাণের অভাব রয়েছে। ''J&J বলেছে যে মামলার নিষ্পত্তি করতে ২৫ বছরেরও বেশি সময় ধরে ৮.৯ বিলিয়ন ডলার ১০ হাজারেরও বেশি দাবিদারকে J&J সাবসিডিয়ারি, LTL ম্যানেজমেন্ট LLC এর মাধ্যমে প্রদান করা হবে। সংস্থাটি বলেছে যে, বিশ্বব্যাপী রেজোলিউশন সমর্থন করার জন্য LTL এই শর্তাবলীতে একটি ৬০ হাজারেরও বেশি বর্তমান দাবিদারের থেকে প্রতিশ্রুতি রক্ষা করেছে। যদিও LTL জড়িত একটি পূর্ববর্তী মামলা আপিল আদালত দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছিল। J&J এর কসমেটিক ট্যাল্ক গাইনোকোলজিক্যাল ক্যান্সার সৃষ্টি করে এমন অভিযোগের জবাবে এর আগে ২ বিলিয়ন ডলারের একটি নিষ্পত্তির প্রস্তাব করেছিল কোম্পানি। যদিও বর্তমানে নতুন প্রস্তাবের পর J&J বলেছে যে - ‘’সমঝোতার প্রস্তাবের অর্থ এই নয় যে কোম্পানিটি তার দীর্ঘস্থায়ী অবস্থান পরিবর্তন করেছে। কোম্পানি এখনো মনে করে তাদের ট্যালকম পাউডার নিরাপদ। কোম্পানি সমস্ত স্টেকহোল্ডারদের সর্বোত্তম স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব এবং দক্ষতার সাথে এই বিষয়টির সমাধান করতে চায়। "১৮৯৪ সাল থেকে ‘জনসন অ্যান্ড জনসন’ বেবি পাউডার বিক্রি হয়ে চলেছে। কিন্তু আমেরিকার ৩৫ হাজার মহিলা জরায়ুর ক্যানসারের জন্য ওই সংস্থাকে দায়ী করে মামলা দায়ের করার পর থেকেই মার্কিন মুলুকে ক্রমেই   পাউডারটির চাহিদা কমতে থাকে।  সূত্র : এনডিটিভি

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en, https://play.google.com/store/apps/details?id=com.prothomnews, https://youtube.com/protho