টানা পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে পুতিনের রেকর্ড

 টানা পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে পুতিনের রেকর্ড

প্রথম নিউজ, ডেস্ক : টানা পঞ্চমবার রাশিয়ার প্রেসিডেন্টের আসনে বসে অনন্য রেকর্ড গড়লেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ মে) ক্রেমলিনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন তিনি। এর ফলে আরও ছয় বছরের জন্য রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের সুযোগ পাচ্ছেন পুতিন। তবে আগের যেকোনো সময়ের তুলনায় এবারের মেয়াদে বেশি ক্ষমতাধর হবেন তিনি।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে পুতিনের কাছে ক্ষমতার প্রতীক হস্তান্তর করেন সাংবিধানিক আদালতের চেয়ারম্যান ভ্যালেরি জরকিন। শপথগ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট।

এদিন প্রেসিডেন্ট হিসেবে পুতিনের পঞ্চম মেয়াদের সূচনা হলো। তার প্রথম দুটি মেয়াদ স্থায়ী হয়েছিল চার বছর। পরে সংবিধান সংশোধন করে সরকারপ্রধানের মেয়াদ বাড়িয়ে ছয় বছর করা হয়। পুতিনের প্রথম ছয় বছরের মেয়াদ শুরু হয়েছিল ২০১২ সালে এবং দ্বিতীয়টি ২০১৮ সালে। ২০২০ সালে আবারও সংবিধান সংশোধন করা হয়, যার মাধ্যমে ২০২৪ সালেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান পুতিন।

গত মার্চের নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন ৭১ বছর বয়সী এ নেতা। যদিও ওই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকা এবং ব্যাপক কারচুপির অভিযোগ করেছে পশ্চিমারা।