টাঙ্গাইলে যুবককে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের মধুপুরে শমশের মিয়া (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দর্বৃত্তরা
প্রথম নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে শমশের মিয়া (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দর্বৃত্তরা। মঙ্গলবার (২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের তিলের তাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শমশের মিয়া একই ইউনিয়নের হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে।
এ বিষয়ে শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, সোমবার রাতে শমশেরসহ কয়েকজন বন্ধু মিলে মদ পান করতে যায়। মদ খেয়ে ফেরার পথে তাদের মধ্যে কোনা ঝগড়া বাঁধতে পারে। আর এর জেরে শমশের আলীকে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি বলেন, মরদেহটি তিলের তাল এলাকার একটি আনারস বাগানে ফেলে রাখা হয়েছে। নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় হত্যা করে ঘটনাস্থলে মরদেহ ফেলে রাখা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করা হয়েছে।