টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু
প্রথম নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পুংলী ও সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চায়না আক্তার (২৫) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। চায়না আক্তার টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের নূরনব্বীর মেয়ে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ জানায়, পুংলী এলাকায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন চায়না আক্তার। এ ছাড়া উপজেলার সল্লা এলাকায় একই ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত এক ব্যক্তি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।