ঝালকাঠিতে ইউপি সদস্যকে না পেয়ে মাকে কুপিয়ে হত্যা
মা হাসিনা বেগমকে (৫০) রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
প্রথম নিউজ, ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে না পেয়ে তার মা হাসিনা বেগমকে (৫০) রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সময় তার বাবা মো. জামাল জমাদ্দারকে (৫৫) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপন জমাদ্দারের ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনরা জানান, গত রাতে ১৪/১৫ জনের একদল দুর্বৃত্ত রিপনের ঘরের পেছন দিয়ে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। তারা প্রথমে রিপনের খোঁজ করে। তাকে না পেয়ে তার মা হাসিনা ও বাবা জামালকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। দায়ের কোপে হাসিনার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত জামালকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইউপি সদস্য রিপন জমাদ্দার বলেন, নির্বাচনে পর থেকে প্রতিপক্ষরা আমাকে হত্যার চেষ্টা করে আসছে। আমি রাতে অন্য বাড়িতে থাকায় সন্ত্রাসীরা আমাকে না পেয়ে আমার মাকে হত্যা করে এবং বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews