জাল সার্টিফিকেট বিক্রি করতেন তিনি
গ্রেপ্তারের সময় সাইফুলের কাছ থেকে ১টি জাল সার্টিফিকেট, ৩টি ভুয়া এনআইডি কার্ড, ১ কম্পিউটার ও ১টি প্রিন্টার জব্দ করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: জাল সার্টিফিকেট ও ভুয়া এনআইডি কার্ড প্রস্তুতকারী চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। রোববার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় সাইফুলের কাছ থেকে ১টি জাল সার্টিফিকেট, ৩টি ভুয়া এনআইডি কার্ড, ১ কম্পিউটার ও ১টি প্রিন্টার জব্দ করা হয়।
আজ সোমবার (১৭ অক্টোবর) র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
র্যাব কর্মকর্তা বলেন, সবুজবাগে খাজানা কম্পিউটার অ্যান্ড স্টুডিও নামক দোকানে দীর্ঘদিন ধরে ভুয়া এনআইডি ও সার্টিফিকেট তৈরি করে সেগুলো বিক্রি করতেন সাইফুল। তথ্যের ভিত্তিতে সেখানে গতকাল রাতে অভিযান চালিয়ে র্যাব-৩ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জানায়, তিনি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে স্বল্প শিক্ষিত ছাত্র/ছাত্রী এবং নিরীহ মানুষের সরলতার সুযোগে মোটা অংকের টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড সরবরাহ করতেন। গ্রেপ্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews