জামালপুরে আওয়ামী লীগ নেতার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

জামালপুরে আওয়ামী লীগ নেতার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
জামালপুরে আওয়ামী লীগ নেতার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

প্রথম নিউজ, জামালপুর : জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন খন্দকার মোশতাককে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী বলায় তিনদিন ধরে বিক্ষোভ মিছিল চলছে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে ‘আমাদের চেতনায় মুজিব আদর্শ’ ব্যানারে স্বপনকে বহিষ্কারের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামতলি এলাকায় বিক্ষোভ মিছিলসহ একঘণ্টা সড়ক অবরোধ করে কুশপুত্তলিকা দাহ করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- দিগপাতই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, তিতপল্লা ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন, তিতপল্লার সাবেক সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সেলিম ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজল হক।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, ১৭ মার্চ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান স্বপন বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিযোগী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।

নেতাকর্মীরা আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নেতা স্বপনকে বহিষ্কার এবং সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনে কর্মসূচি দেওয়া হবে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ মুঠোফোনে জাগো নিউজকে বলেন, খণ্ডিত একটি বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে এটি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:।