জাপানে সাত ডলার চুরি করে হারালেন ৮৪ হাজার ডলার

প্রথম নিউজ, অনলাইন: যাত্রীদের ভাড়া থেকে সাত ডলার চুরির দায়ে জাপানের এক বাসচালককে বড় ধরনের খেসারত দিতে হলো। চুরির দায়ে ওই বাসচালকের ৮৪ হাজার ডলারের অবসর ভাতা প্যাকেজ বাতিল করা হয়েছে। খবর এএফপির।
গত বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট তার এই অবসর ভাতা বাতিলের পক্ষে রায় দেন।
ওই চালক একটি কম্পানির হয়ে ২৯ বছর বাস চালিয়েছেন।
২০২২ সালে ওই চালকের এক হাজার ইয়েন (সাত ডলার) চুরি করার দৃশ্য বাসের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ার পর কিয়োটো সিটি তাকে বরখাস্ত করে। সেই সঙ্গে শাস্তি হিসেবে তাকে অবসরকালীন এক কোটি ২০ লাখ ইয়েনেরও বেশি (৮৪ হাজার ডলার) অর্থ দিতে অস্বীকার করে।
এরপর ওই বাসচালক সুপ্রিম কোর্টে শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কিন্তু মামলায় তিনি হেরে যান। যার ফলে তিনি তার অবসরকালীন পুরো ভাতার টাকা আর পাবেন না।