জাপা হারিয়ে গেলে সহনশীল রাজনীতির ধারা মুছে যাবে: রওশন
প্রথম নিউজ, ঢাকা : জাতীয় পার্টি হারিয়ে গেলে দেশ থেকে সহনশীল রাজনীতির ধারা মুছে যাবে বলে মন্তব্য করেছেন দলের একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।
বুধবার (৬ মার্চ) দুপুরে রওশন তার বাসভবনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ জাপার মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। সভায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগদান করবেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব কাজী মামুনুর রশীদ ও প্রেসিডিয়ামের সদস্যরা উপস্থিত ছিলেন।
রওশন বলেন, জাতীয় পার্টি কখনো হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাতের রাজনীতি করেনি। ৯ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সামনে রেখে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ আনন্দ লক্ষ্য করেছি তা দেখে শক্তি-সাহস কয়েকগুণ বেড়ে গেছে।
তিনি আরও বলেন, আপনাদের সামনে পেলে মনে হয় এরশাদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টিকে আমরা আবার সুসংগঠিত করে রক্ষা করতে পারবো। জাতীয় পার্টির প্রত্যেকটি নেতাকর্মী আমার সন্তানতুল্য। আমি আমার সন্তানদের রাজনৈতিকভাবে সর্বহারা দেখে বাঁচতে চাই না।
দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির বিপর্যয় ঘটেছে জানিয়ে তিনি বলেন, পার্টির বিপর্যয় অগণিত নেতাকর্মীর মধ্যে যে হতাশা নেমে এসেছিল সম্মেলনকে কেন্দ্র করে তাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।