জন্মদিনের পার্টিতে আগুন, প্রাণ গেল চার শিশুসহ ৮ জনের
ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের একটি ভূগর্ভস্থ রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠান উদযাপনের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
প্রথম নিউজ,ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের একটি ভূগর্ভস্থ রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠান উদযাপনের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় আচ্ছন্ন রেস্তোরাঁর ভেতরে শ্বাসকষ্টে চার শিশুসহ অন্তত ৮ জন মারা গেছেন। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, রাজধানী তেহরানের পশ্চিমের আন্দিশেহ শহরের ভূগর্ভস্থ ওই রেস্তোরাঁয় মঙ্গলবার সন্ধ্যার দিকে আগুন ছড়িয়ে পড়ে।
তেহরান প্রদেশের রেড ক্রিসেন্টের কর্মকর্তা শাহিন ফাতহি বলেছেন, ঘটনাস্থলেই সাতজন মারা গেছেন। এছাড়া হাসপাতালে নেওয়ার পর তিন বছর বয়সী এক শিশুর প্রাণহানি ঘটেছে।
প্রদেশের প্রসিকিউটর হামিদ আসগারি বলেছেন, আগুন দ্রুত ওই রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। এতে রেস্তোরাঁর সব আসবাবপত্র এবং সরঞ্জাম পুড়ে গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews