জন্ম-মৃত্যু সনদ জালিয়াতিতে জড়িত দালালকে ৪৫ দিনের জেল

 মঙ্গলবার এক নারীর অভিযোগের প্রেক্ষিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৮ এর ২১(৩) ধারায় ফিরোজকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। 

জন্ম-মৃত্যু সনদ জালিয়াতিতে জড়িত দালালকে ৪৫ দিনের জেল
জন্ম-মৃত্যু সনদ জালিয়াতিতে জড়িত দালালকে ৪৫ দিনের জেল

প্রথম নিউজ, ঢাকা: জন্ম-মৃত্যু নিবন্ধন সনদ জালিয়াতিতে জড়িত এক দালালকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন। সনদ জালিয়াতিতে জড়িতের নাম দুর্জয় ফিরোজ। মঙ্গলবার এক নারীর অভিযোগের প্রেক্ষিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৮ এর ২১(৩) ধারায় ফিরোজকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। 

অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, 'বর্তমান ঠিকানা আমার আওতাধীন এলাকায় হওয়া স্বত্ত্বেও ওই নারীকে ভুল বুঝিয়ে বর্তমান ঠিকানাকে স্থায়ী ঠিকানা দেখিয়ে, অন্য আরেকটি সিটি করপোরেশনে ভুয়া বর্তমান ঠিকানা দেখিয়ে সেই অঞ্চলের আঞ্চলিক কার্যালয় থেকে জন্ম নিবন্ধন সংগ্রহ করে দিয়েছেন ফিরোজ। এক্ষেত্রে বর্তমান/ স্থায়ী ঠিকানার প্রমাণ যাচাই না করে জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।'

'আমরা দক্ষিণ সিটির আওতাধীন সকল সম্মানিত বাসিন্দাদেরকে দালালের খপ্পরে না পড়ে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপযুক্ত প্রমাণসহ সর্বোচ্চ ৫০/১০০ টাকা ফি দিয়ে জন্ম-মৃত্য নিবন্ধন সনদ সংগ্রহ ও সংশোধন করার জন্য অনুরোধ করছি,' বলেন তিনি। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: