ছয় মামলায় আসামি হাজার নেতাকর্মী

বিএনপির পদযাত্রায় হামলা-সংঘর্ষ, গ্রেফতার ২০ * ঝালকাঠিতে বিএনপির ১৩ নেতাকর্মীকে কুপিয়েছে আ.লীগ

ছয় মামলায় আসামি হাজার নেতাকর্মী
ছয় মামলায় আসামি হাজার নেতাকর্মী
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। চার জেলায় ছয় মামলায় বিএনপির প্রায় এক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা ও থানা পুলিশ এসব মামলা করে। পুলিশ বিএনপির ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এদিকে ঝালকাঠিতে শনিবার সন্ধ্যায় পদযাত্রা থেকে বাড়ি ফেরার পথে বিএনপির ১৩ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার দেশের বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা করে বিএনপি। একই সময় শান্তি সমাবেশে অংশ নিতে মাঠে নামে আওয়ামী লীগও। বেশির ভাগ ইউনিয়নে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলেও অনেক জায়গায় বিএনপির পদযাত্রায় হামলা করেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। কোথাও কোথাও হামলার পর তা সংঘর্ষে রূপ নেয়। এছাড়া বেশ কয়েকটি স্থানে বিএনপির পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় নেতাকর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নেওয়া হয়েছে। এসব ঘটনায় বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিএনপি নেতাকর্মীরাই তাদের ওপর হামলা চালিয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

কমলনগর (লক্ষ্মীপুর) : দুই ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। শনিবার রাতে কমলনগর থানায় দুই মামলায় বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। পুলিশ আব্দুল মন্নান নামে বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়। শনিবার উপজেলার চরকাদিরা ও পাটারীরহাট ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের ওই সংঘর্ষ হয়।

ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে শনিবার সন্ধ্যা থেকে রাস্তায় রাস্তায় পাহারায় থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পদযাত্রা থেকে বাড়ি ফেরার পথে বিএনপির ১৩ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন তারা। আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সদস্য নাসির উদ্দিন হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহাগ খান, যুবদলকর্মী মো. নবাব, সাইফুল ইসলাম ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক সোহাগ হোসেন। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ স্থানীয় নেতারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল।

সিরাজগঞ্জ : কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়ায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩৮৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়েছে। রোববার বিকাল পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বাদীরা হলেন সদর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম ও সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় বিএনপির ১৮১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে ভালুকা মডেল থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করে এ মামলা করেন। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যানবাহন ভাঙচুর, নাশকতা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল ও মল্লিকবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য আজহার আলীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে পদযাত্রা কর্মসূচিতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১২০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। রোববার থানার এসআই নুর ই আলম সিদ্দিকী বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় গ্রেফতার বিএনপি নেতা ইয়াকুবকে আদালতে পাঠানো হয়েছে।

মহেশপুর (ঝিনাইদহ) : কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগে শনিবার বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তারা হলেন উপজেলার কাজীরবেড় গ্রামের সাফা হোসেনের ছেলে সুরুজ্জামান, একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হাসানুজ্জামান, জাগুসা গ্রামের মুনসুর আলী মন্ডলের ছেলে আবু তালেব, মোজাফ্ফর হোসেন, বাথানগাছি গ্রামের মঙ্গল চাঁন বিশ্বাসের ছেলে জাকির হোসেন, যোগিহুদা গ্রামের দাউদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: