ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিহত এস এম আব্দুল কাদির শরিফ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রথম নিউজ, রাজশাহী: ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর অক্ট্রয় মোড় এলাকার ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর জানান। নিহত এস এম আব্দুল কাদির শরিফ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার মোখলেছুর রহমানের ছেলে। এ ব্যাপারে মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘শুক্রবার রাত ১১টার দিকে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান শরিফ। তার পর তিনি আর দরজা খোলেননি বলে প্রাথমিকভাবে জেনেছি।’
‘দরজা বন্ধ থাকায় দুপুরে তাকে ডাকাডাকি করে মেসের অন্য ছেলেরা। কিন্তু তিনি দরজা না খুললে একপর্যায়ে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়। পরে বিষয়টি আমরাও অবগত হই।’
ওসি আরো বলেন, ‘পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষে ঢোকে। তখন তাকে নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরো বলেন, আমরা আইনগত ব্যবস্থা নেয়ার জন্য লাশের সুরতহাল এবং ময়নাতদন্তের জন্য আবেদন করেছি। এ ছাড়া এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।