১১ মার্চ ঢাকায় জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করুন: মাওলানা ইউসুফ আশরাফ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। দাম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিন। মানুষকে বাঁচতে দিন।

১১ মার্চ ঢাকায় জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করুন: মাওলানা ইউসুফ আশরাফ
১১ মার্চ ঢাকায় জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করুন: মাওলানা ইউসুফ আশরাফ

প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি, ইসলামবিরোধী ও বিবর্তনবাদসহ বিতর্কিত শিক্ষা যুক্ত পাঠ্যপুস্তক বাজেয়াপ্ত করে সংশোধিত নতুন পাঠ্যপুস্তক ছাপানো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণের পরিবেশ তৈরি করা, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ১১ মার্চ ঢাকায় জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন করার জন্য আলেম-ওলামা ও দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, মানুষের কথা ভাবুন। মানুষ মহাকষ্টে আছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। দাম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিন। মানুষকে বাঁচতে দিন। তিনি বলেন, দেশের মানুষ নিরপেক্ষ স্বচ্ছ ও সবার অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ দেখতে চায়। তিনি গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মুফতি সাঈদ নূর, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, বায়তুল মাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, মুফতি হাবীবুর রহমান কাসেমী প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: