ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ছাত্রদল নেতা নিহত

ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ছাত্রদল নেতা নিহত
ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ছাত্রদল নেতা নিহত

প্রথম নিউজ,  নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিলের পর মিছিলকারীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় মো. অমিত হাসান (১৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। হামলায় আরও আটজন আহত হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা।  ছাত্রদল সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা ছাত্রদল একটি মশাল মিছিল করে। মিছিলটি ভুলতা চৌরাস্তা থেকে শুরু হয়ে এশিয়ান হাইওয়ের মুন্সির পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা যখন নিজ নিজ গন্তব্যের পথে ঠিক তখনই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পেছন থেকে সশস্ত্র হামলা করে কাঞ্চন পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি অমিত হাসান অনিককে  মারতে মারতে এক পর্যায়ে চলমান গাড়ীর নিচে ফেলে দেয়।

তাৎক্ষণিক চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফেরত দেয়।পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অমিত হাসান অনিক। এই ঘটনায় আহত হয়েছে আবু হানিফ,আপু মিয়া, আমির হোসেন,আব্দুল হালিম সানি, রাসেদুল মোল্লা, হৃদয় মীর, রাসেদুল ইসলাম। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, সড়ক দূর্ঘটনায় একজন ছাত্রদল কর্মী মারা গেছেন বলে শুনেছি। তবে সেখানে কেউ ধাওয়া করেছে এ ব্যাপারটি আমার জানা নেই।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom