ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাদরাসা শিক্ষক

আজ রোববার (২ জুলাই) উপজেলার গোড়গ্রাম কীর্তনীয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে হয়।

ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাদরাসা শিক্ষক

প্রথম নিউজ, নীলফামারী: নীলফামারী সদরে ছাত্রী ধর্ষণের অভিযোগে শাহিনুর ইসলাম নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২ জুলাই) উপজেলার গোড়গ্রাম কীর্তনীয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে হয়। গ্রেফতার শাহিনুর ইসলাম ওই এলাকার মো. সামছুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, তিন বছর ধরে হযরত ফাতেমা তুজ জোহরা মহিলা মাদরাসায় আবাসিক থেকে পড়াশুনা করছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। গত ২৯ জুন রাতে মাদরাসার একটি কক্ষে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ভুক্তভোগী ছাত্রীকে ধর্ষণ করে শাহিনুর ইসলাম। পরে বিষয়টি জানতে পেরে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে আমরা অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করি।আসামিকে আদালতে পাঠানো হয়েছে।