চুয়াডাঙ্গা বজ্রপাতে কৃষকসহ নিহত ২
প্রথম নিউজ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। শনিবার (১১ মে) সকাল ৯টার দিকে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, আহাম্মদ মল্লিক (৬৫) ও রুবেল (২৮)। আহাম্মদ মল্লিক উপজেলার পাটাচোরা গ্রামের মৃত খেদের মল্লিকের ছেলে ও রুবেল দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের ঝাজরি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
দামুড়হুদা দর ইউনিয়নের সাবেক মেম্বার কুতুব উদ্দিন জানান, সকাল ৯টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় মাঠে কাজ করছিলেন আহাম্মদ মল্লিক। বজ্রবৃষ্টি শুরু হলে আহাম্মদ মল্লিক মাঠ থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিলে বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরাদিকে দর্শনা থানা পুলিশ বজ্রপাতে যুবক রুবেল নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের ঝাজড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে রুবেল বস্তির পাশে একটি দোকানে বসেছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে রুবেল নিহত হন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা. হেলেনা আক্তার নিপা জানান, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাজিয়া নওরিন তাকে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই বজ্রপাতে আহত কৃষক আহাম্মদ মল্লিক মারা যান।
দামড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, বেগমপুর ঝাঝরি গ্রামের আব্দুল মালেকের ছেলে রুবেল ওই গ্রামের বস্তির পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলে রুবেল মারা যান।