চেলসি-ম্যানসিটির গোল উৎসব
শনিবার রাতে প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে চেলসি, ম্যানসিটি এবং টটেনহ্যাম। প্রিমিয়ার লিগ সাক্ষী থাকল ফের হালান্ডের গোলের। বলা যায় সেই পরিচিত দৃশ্য আবারও ধরা পড়ল ক্যামেরাতে।

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের জালে রীতিমত গোলউৎসব করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, ম্যানচেস্টার সিটি এবং নিউ ক্যাসল ইউনাইটেড। শনিবার রাতে প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে চেলসি, ম্যানসিটি এবং টটেনহ্যাম। প্রিমিয়ার লিগ সাক্ষী থাকল ফের হালান্ডের গোলের। বলা যায় সেই পরিচিত দৃশ্য আবারও ধরা পড়ল ক্যামেরাতে।
প্রতিপক্ষ যে দলই হোক, ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলার অভ্যাস ধরে রাখল ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। তারা ৪-০ গোলে বিধ্বস্ত করল সাউদাম্পটনকে। অন্যদিকে ৩-০ গোলে উলভসকে উদিয়েয়ে দিল চেলসি। ব্রাইটনের বিরুদ্ধে ১-০ গোলে জিতল টটেনহ্যাম। ব্রেন্টফোর্ডকে ৫-১ গোলে হারালো নিউক্যাসল ইউনাইটেড।
ম্যানসিটি আগের তিন ম্যাচে করেছে ১৪ গোল। ফলে সাউদাম্পটন প্রথম থেকেই চাপে ছিল সিটির জয়রথ ঠেকানোর বিষয়ে; কিন্তু ৮ ম্যাচে ১৪ গোল করা নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড আবারও গোল করলেন। ফলে তাকে আটকানোটাও ছিল বড় চ্যালেঞ্জ। ম্যানসিটি এই ম্যাচে চার গোল করলো। যার একটি করেছেন হালান্ড। অন্য তিনটি গোল করেছেন ফিল ফোডেন, জোয়াও কানসেলো ও রিয়াদ মাহরেজ।
ম্যাচে সিটির প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল ২০ মিনিট পর্যন্ত। লিগে সিটির সর্বশেষ ম্যাচে হালান্ডের সঙ্গে হ্যাটট্রিক করেছিলেন ফোডেনও। সেই ফোডেনের সহায়তায় কানসেলো শনিবার রাতে করলেন দলের প্রথম গোল। সিটি দ্বিতীয় গোল পায় ম্যাচের ৩২ মিনিটে। প্রথম গোলে সহায়তা করা ফোডেনই করলেন দ্বিতীয় গোল। এই গোলে তাকে সহায়তা করেন কেভিন ডি ব্রুইন। মাহরেজ ম্যাচের ৪৯ মিনিটে দলের হয়ে আবারও গোল করেন। তার এই গোলে সহায়তা করেন রদ্রি।
নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড ৬৫ মিনিটে গোল করেন। প্রিমিয়ার লিগে এটি হালান্ডের ৯ ম্যাচে ১৫তম গোল। উল্লেখ্য, গত মৌসুমে লিগে সিটির সর্বোচ্চ গোলদাতা কেভিন ডি ব্রুইন করেছিলেন সমসংখ্যক গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এটি হালান্ডের ২০তম গোল। লিগের অন্য ম্যাচে চেলসি উলভসকে হারিয়েছে ৩-০ গোলে। তবে এদিন প্রথম গোল পেতে চেলসিকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত।
প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) উলভসের বিরুদ্ধে গোল করে দলকে এগিয়ে দেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন পুলিসিক। দুটি গোলেই সহায়তা করেন ম্যাসন মাউন্ট। ম্যাচের শেষ মুহূর্তে ৮৯ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন আর্মান্দো বোরহা। অন্যদিকে ম্যাচের ২২ মিনিটে হ্যারি কেনের করা একমাত্র গোলে টটেনহ্যাম হারিয়েছে ব্রাইটনকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews