চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র ‘লালাবাই’

চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র ‘লালাবাই’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : পর্দা নামলো ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের। এবারের চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে অমিত্রাক্ষর বিশ্বাস নির্মিত ‘লালাবাই’, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে মোহাম্মদ নিয়াজ হাসানের ‘অর্ডার’, ইরতিজা আলম জয়িতা ও আমিনুল ইসলাম নিলয়ের ‘ইউফোরিক প্যারানয়া’। শনিবার সন্ধ্যায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। 

বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতা বিভাগে প্রথম ও দ্বিতীয় হয়েছেন যথাক্রমে মুসতাক মুজাহিদ (প্রথাসিদ্ধ), নভেরা হাসান নিক্কন (আগুয়ান সান বিহাইন্ড দ্য হরাইজন)। উৎসবে বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগে এবার ১৭টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, ৩টি চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। 

বিশেষ চলচ্চিত্র বিভাগে ৫টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এই আয়োজনে এবার দুটি প্রতিযোগিতা বিভাগে পুরস্কার পেয়েছে পাঁচ চলচ্চিত্র। এ ছাড়া তরুণ বাংলাদেশি নির্মাতা বিভাগে প্রদর্শিত হয়েছে ১৫টি চলচ্চিত্র। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে প্রদর্শিত হয়েছে ৭৫টি চলচ্চিত্র।