চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই

লাল চান হাজারীবাগের বটতলা মাজারের পাশে একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।

চালককে ছুরিকাঘাত করে রিকশা ছিনতাই

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত একটি রিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। যাত্রী বেশে দুই দুর্বৃত্ত রিকশাটিতে উঠেছিল। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত চালকের নাম লাল চান চৌকিদার (৪২)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে লাল চান দুপুরে হাসপাতাল ছাড়েন।

লাল চান হাজারীবাগের বটতলা মাজারের পাশে একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। পরিবারের সদস্যরা জানান, যাত্রীর বেশে রিকশা ভাড়া নেওয়া দুই ছিনতাইকারীর মধ্যে একজনের মুখে মাস্ক ছিল। আরেকজন টুপি (ক্যাপ) পরা ছিলেন।

লাল চানের ছেলে মো. আকাশ বলেন, তাঁর বাবা সারা রাত রিকশা চালান। ভোররাত সাড়ে চারটার দিকে দুই ছিনতাইকারী যাত্রীর বেশে বাবার রিকশায় ওঠেন। ধানমন্ডি ৩২ নম্বরের এলাকায় নিরিবিলি স্থানে রিকশা থামিয়ে তাঁর বাবাকে মারধর করে জোরপূর্বক রিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দিলে ছিনতাইকারীরা বাবার দুই হাতে ও কানের ওপর ছুরিকাঘাত করেন। পরে রিকশা নিয়ে পালিয়ে যান।

বিষয়টি ধানমন্ডি থানাকে অবহিত করা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।