চট্টগ্রাম সিটি মেয়রের বাসভবনে হামলা, ভাঙচুর
আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার বিষয়ে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, 'হামলাকারীরা প্রধান ফটক ভেঙে ঘরের আঙিনায় প্রবেশ করে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি।'
হামলার সময় মেয়র রেজাউল করিম বাসার ভেতর ছিলেন বলে জানান তিনি। চান্দগাঁও থানার ডিউটি অফিসার এসআই সালমা বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।' রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় বহদ্দারহাট মোড় এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ভাঙচুর ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা চলছে।