চট্টগ্রামে যুবক খুন

চট্টগ্রামে যুবক খুন

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় ছুরিকাঘাতে হৃদয় (২৪) নামে এক যুবক খুন হয়েছে। তবে ভুক্তভোগীর বিস্তারিত পরিচয় এবং কী কারণে এ হত্যাকাণ্ড তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে থানার আমবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছুরিকাহত এক ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, থানার আমবাগান এলাকায় এক যুবক খুন হয়েছে। তবে বিস্তারিত জানা যায়নি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।