চিকিৎসা সংকট পরিস্থিতিতে মহিলা পরিষদের উদ্বেগ
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীসহ সারাদেশে চিকিৎসা সেবা সংশ্লিষ্ট সকল অনিয়ম এবং অব্যবস্থাপনার ফলে সেন্ট্রাল হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা পরবর্তী চিকিৎসা সংকট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মহিলা পরিষদ।
চিকিৎসা সেবা খাতে অনিয়ম এবং অব্যবস্থাপনা দূর করে চিকিৎসা সেবা প্রাপ্তির সুযোগ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক
মালেকা বানু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
তারা বলেন, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর পর মা মাহবুবা রহমান আখির মৃত্যুর ঘটনা ঘটেছে। মাহবুবা রহমান আঁখিকে যে চিকিৎসকের অধীনে ভর্তি করা হয়, তিনি তখন দেশের বাইরে এ বিষয়টি রোগী বা স্বজনদের জানানো হয়নি। দায়িত্বরত চিকিৎসকরা তার স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হওয়ায় পরে জটিলতা দেখা দেওয়ায় মাহবুবা রহমান আঁখির অস্ত্রোপচার করে নবজাতককে এনআইসিইউতে রাখা হলে গত ১০ জুন নবজাতকের মৃত্যু হয়। মাহবুবা রহমান আঁখির অবস্থাও সংকটাপন্ন হয়ে পড়ে। পরবর্তীতে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় হাসপাতালের দুইজন কর্তব্যরত চিকিৎসক ডা.শাহজাদী ও ডা. মুনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
গত ১০ জুন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন। এ অবস্থায় চিকিৎসকগণের মধ্যে অস্থিরতা ও বিভিন্ন শঙ্কা বিরাজ করছে। তারা চিকিৎসা সেবা দিতে ভয় পাচ্ছেন। যার ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যথাযথ মনিটরিং-এর অভাবে দেশের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল পরিচালিত হচ্ছে। তাছাড়াও সরকারের চিকিৎসা নীতিমালা বা নিয়ম নীতির তোয়াক্কা না করে নিবন্ধন ছাড়াই সারাদেশে যত্রতত্র প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিক গড়ে উঠছে। এই সকল প্রতিষ্ঠানে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে যথাযথ চিকিৎসা সেবা যেমন বাধাগ্রস্ত হচ্ছে তেমনি চিকিৎসকদেরও বিভিন্ন ধরনের সমস্যা ও হয়রানির সম্মুখীন হতে হচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, চিকিৎসা সেবা ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও অনিয়ম এবং চিকিৎসা সেবা গ্রহণকারীদের দায়িত্বশীলতার অভাবে সমগ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ সীমিত করছে। নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিচ্ছে যা দেশের চিকিৎসা সেবা প্রাপ্তির সুযোগ ও সেবার মান সমুন্নত রাখার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করাসহ চিকিৎসা সেবা প্রদানের সুষ্ঠু পরিবেশ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
পাশাপাশি বিভিন্ন হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিয়মের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।