চাকরিতে পুনর্বহালসহ ৬ দাবি ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন চাকরিচ্যুত কর্মীরা। অবিলম্বে চাকরিতে পুনর্বহালসহ ৬ দফা দাবিও জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
সিটি করপোরেশন পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আক্তার দেওয়ান বলেন, মেয়র অন্যায়ভাবে কর্মচারীদের চাকরিচ্যুত করেছেন। এটা ঠিক না। এসব নিরীহ লোকের কেন চাকরি খাচ্ছেন? এভাবে নিয়মের বাইরে গিয়ে চাকরি খেতে পারেন না। এই কর্মচারীরা ঢাকা শহরকে পবিত্র রাখছে। প্রধানমন্ত্রী কি জানেন না উনি হাজার হাজার টাকার সম্পদ নষ্ট করছে এবং নিরীহ মানুষের এভাবে চাকরি খাচ্ছে?
চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, আমরা স্বল্প বেতনে কোনোমতে দিনাতিপাত করি। মেয়র তাপস আমাদের চাকরিচ্যুত করেছেন। আমরা দীর্ঘদিন ধরে দিনরাত পরিশ্রম করে শহর সুন্দর রাখি। আমরা চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমরা এখন কোথায় যাবো পরিবার নিয়ে? কী খাব? না খেয়ে মরা ছাড়া কোনো উপায় দেখি না? অবিলম্বে আমরা আমাদের চাকরি ফেরত চাই।
পরিচ্ছন্নতাকর্মীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- পরিচ্ছন্নতা কর্মীদের অবসরে যাওয়ার সাথে সাথে পোষ্য কোঠায় চাকরি এবং অবসরে যাওয়া কর্মীকে এককালীন ১০ লাখ টাকা দিতে হবে, কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে সরকারি বিধি মোতাবেক ৮ লাখ টাকা দিতে হবে, ঠিকা ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের বাসস্থান নিশ্চিত করতে হবে এবং স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের নেতাদের ও অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীদের অন্যায়ভাবে কর্মচ্যুতির আদেশ বাতিল করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ধীরেশ চন্দ্র দাস। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, অ্যাড. উৎপল বিশ্বাস, মঞ্জুর হোসেন ঈসা, শ্রীমান কাইজুল, মো. আলী সোহরাব প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews