চেক প্রতারণার মামলায় রাঙ্গামাটির স্কুলশিক্ষিকা তানিয়ার কারাদণ্ড
ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ের দিন আম মোক্তার বলে মামলার বাদী শাহ আলম উপস্থিত ছিলেন।
প্রথম নিউজ, রাঙ্গামাটি: চেক প্রতারণার মামলায় রাঙ্গামাটির বুড়িঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তানিয়া আক্তারের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ ৩৫ লাখ টাকা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ের দিন আম মোক্তার বলে মামলার বাদী শাহ আলম উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। তিনি বলেন, গত ৫ জুন বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি (সিআর মামলা নং-৩৯৯/১৯) আনোয়ার ই তাসলিমা বাদী হয়ে (বুড়িঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নানিয়ারচর, রাঙ্গামাটি) সহকারী শিক্ষক তানিয়া আক্তারের বিরুদ্ধে মামলা করেন।
মামলার মূল বাদী আনোয়ার ই তাসলিমা বলেন, আসামি তানিয়া আক্তার আমার পূর্বপরিচিত। আমরা একসঙ্গে বড় হয়েছি। সেই সূত্র ধরে তিন মাসের জন্য তানিয়া আমার কাছে ৩৮ লাখ টাকা ধার চান। আমি সরল বিশ্বাসে তাকে ৩৫ লাখ টাকা দিয়েছিলাম। আমার কাছে ওই মুহূর্তে কিছু টাকা কম ছিল। এ কারণে বাকি ৩ লাখ টাকা পরবর্তী এক মাসের মধ্যে তাকে দিয়েছিলাম। দুটি চেকের মাধ্যমে টাকাগুলো দেওয়া হয়। টাকা নেওয়ার পর থেকে সে আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।
মামলার বাদী আরও জানান, পরবর্তী সময়ে তার (তানিয়া আক্তারের) মা রোকেয়া বেগম এবং বোন মনিকে বিষয়টি জানালে তারা সবাই মিলে আমাকে নানা ধরনের হুমকি দিতে শুরু করেন। এক পর্যায়ে আমি নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হই। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।