গল একাদশে আছেন সাকিব, নেই মিঠুন

গল একাদশে আছেন সাকিব, নেই মিঠুন

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) গতকাল অভিষেক হয়ে গেলো বাংলাদেশ দলের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ের। উদ্বোধনী ম্যাচে ফিফটি হাঁকিয়ে বাজিমাত করেছেন তিনি।

আজ (সোমবার) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গল টাইটান্স নেমেছে ডাম্বুলা আওরার বিপক্ষে। গল টাইটান্সে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান আর মোহাম্মদ মিঠুন।

যদিও মিঠুনের একাদশে জায়গা হয়নি। তবে সাকিব খেলছেন। টস হেরে ব্যাটিং করছে সাকিবের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভার শেষে গলের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান।