আন্দোলনের নামে জনদুর্ভোগ ও অগ্নিসন্ত্রাস মেনে নেওয়া হবে না: তাজুল ইসলাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র মো. হানিফ মিলনায়তনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ ছাড় দিচ্ছে দেশের মানুষের শান্তির জন্য। আন্দোলনের নামে জনদুর্ভোগ ও অগ্নিসন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
রোববার (৩০ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র মো. হানিফ মিলনায়তনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তাজুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ক্ষেত্রে পাড়ামহল্লা ভিত্তিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কমিটি গঠন করে সমাজের সব স্তরে ডেঙ্গু মশা যাতে প্রজনন করতে না পারে সে জন্য সবাইকে সচেতন হতে হবে। এ সময় শুক্রবারের খুতবায় এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয় বিস্তারিত আলোচনা করার বিষয়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগ শুধু আমাদের দেশে আছে তা নয়, এটা অন্যান্য দেশেও আছে। সব ট্রপিক্যাল কান্ট্রি, সব দেশেই এই রোগ আছে। বহির্বিশ্বের প্রেক্ষাপটে আমাদের কর্মপরিকল্পনা যেভাবে সাজিয়েছি, এটি সারা বিশ্বে স্বীকৃত। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।