গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার
রোববার (৫ মার্চ) দুপুরে পুলিশ কাশিমপুর থানাধীন পশ্চিম এনায়েতপুর এলাকা হতে ওই ছাত্রীর এবং কালীগঞ্জ থানাধীন বরাইয়া উত্তরপাড়া এলাকা হতে কিশোরের লাশ উদ্ধার করে।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরে পেটের ব্যাথা সইতে না পেরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী এবং মোটরসাইকেল কিনে না দেয়ায় মায়ের ওপর অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছেন। রোববার (৫ মার্চ) দুপুরে পুলিশ কাশিমপুর থানাধীন পশ্চিম এনায়েতপুর এলাকা হতে ওই ছাত্রীর এবং কালীগঞ্জ থানাধীন বরাইয়া উত্তরপাড়া এলাকা হতে কিশোরের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন ভোলা জেলার সদর থানার কন্ডকপাড়া এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে তানিয়া (২৫) এবং গাজীপুরের কালীগঞ্জ থানার জাঙ্গালীয়া ইউনিয়নের বরাইয়া উত্তরপাড়া এলাকার গোলজার খানের (কাউলিতা গ্রামের চৌকিদার) ছেলে মিনহাজ খান (১৭)।
কাশিমপুর থানার এসআই তুহিন মিয়া স্বজনদের বরাত দিয়ে জানান, গাজীপুরের কাশিমপুর থানাধীন পশ্চিম এনায়েতপুর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো তানিয়া। সম্প্রতি তার বিয়ে হলেও স্বামীর বাড়িতে নেয়া হয়নি। তার বাবা রাজমিস্ত্রি এবং মা লাভলী বেগম গার্মেন্টসে চাকরি করেন। গত কয়েকদিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। পেটের ব্যাথার তীব্র যন্ত্রণা সইতে না পেরে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন তিনি। ঘটনার সময় এক প্রতিবেশী জানালা দিয়ে দেখলেও তাকে শেষ রক্ষা করা সম্ভব হয়নি। এ সময় পরিবারের সদস্যরা বাসায় ছিলেন না। দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এদিকে কালীগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম ও নিহতের মা লাইলী বেগম জানান, গত কিছুদিন ধরে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য মায়ের কাছে বায়না করে আসছিল মিনহাজ খান। মোটরসাইকেল কিনে না দেয়ায় তিনি মায়ের ওপর অভিমান করে রোববার দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
উভয় ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: