গাজীপুরে পোশাক কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

 গাজীপুরে পোশাক কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে জালাল উদ্দিন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত জালাল উদ্দিন রাজশাহীর বাঘা থানার গৌরাঙ্গপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈরের কামরাঙ্গাচালা এলাকায় ভাড়া বাড়িতে থেকে একতা নীট ফেব্রিকস নামের পোশাক কারখানায় লোডার হিসেবে কাজ করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান লিটন জানান, শনিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জালাল উদ্দিন কোনাবাড়ী বিসিকের একতা নীট ফেব্রিকস গার্মেন্টসের ৫ম তলায় লোডারের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক কারখানা কর্তৃপক্ষ কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়। রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।