গাজীপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
গাজীপুর দলীয় কার্যালয় প্রাঙ্গনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রথম নিউজ, দেলোয়র হোসেন, গাজীপুর : গাজীপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে কুরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সকাল ১১টায় দলীয় কার্যালয় প্রাঙ্গনে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এড. আবদুস সালাম ও সুরুজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেশের আপামর জনতাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা যুগিয়েছিলো। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আহ্বানে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে জনগণ ঝাঁপিয়ে পড়তে উম্মুখ হয়ে আছে।
সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সদস্য সচিব মো. শওকত হোসেন সরকার, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মাহবুবুল আলম শুক্কুর, মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, সরকার জাভেদ আহমেদ সুমন, আব্দুর রহিম খান কালা, প্রভাষক বসির উদ্দিন, শাহাদাত হোসেন শাহীন, আতাউর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীণা প্রমুখ।