গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত
বুধবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে সুলতান ডাকাত নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় তিনজন আহত হয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান (৫০) জেলার কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ানপুর বিলপাড়া গ্রামের মৃত হাসু মুন্সির ছেলে। এসময় চোর দলের হামলায় দানেস (৩০), সোহেল (২৫) ও মোশারফ (৪০) আহত হয়েছে।
আহত মোশারফ জানান, তিন ভাই দানেস, সোহেল ও মোশারফ এক ভিটায় বসবাস করেন। মোশারফ অটোরিক্সা চালানোর পাশাপাশি কৃষি কাজ করেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ৪/৫জনের একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে হানা দেয়। এসময় তারা বাড়ির উঠানে থাকা অটোরিকশা চুরি করার সময় ঘরে থাকা ভাতিজা টের পেয়ে গেলে দানেস ঘরের বাইরে আসলে চোরের দল তার উপর হামলা চালায়। এসময় দানেসের চিৎকারে সোহেল ও মোশারফ ঘরের বাইরে আসলে চোরের দল তাদের উপর হামলা করে এবং দৌড় দেয়। বাকীরা দৌড়ে পালিয়ে গেলেও সুলতানকে পাশের ধানখেত থেকে ধরে এনে বাড়ির পাশে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। পরে স্থানীয়রা সুলতানকে গণপিটুতে দিলে সে গুরুতর আহত হয়। পরে সকাল আটটার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, যখন বাইরে তার ভাইকে মারধর করা হচ্ছিল তখন দরজার ছিটকানি বাইরে থেকে লাগানো ছিল। সুলতান মূলত ডাকাতি করতে তার বাড়ি এসেছিল।
সুলতান ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে এমন খবরে কাপাসিয়া থেকে ঘটনাস্থলে এসেছেন মোবারক হোসেন। তিনি জানান, কাপাসিয়াসহ আশপাশে বিভিন্ন এলাকায় নানা অপকর্ম করে বেড়াতো সুলতান। তিনি সন্ধ্যার পর যে এলাকায় ঘুরাফেরা করতেন সেই এলাকায় অটোরিকশা চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম হতো। তার মৃত্যুর খবরে আমরা বিষয়টি দেখতে এসেছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, মোশারফসহ স্থানীয়রা চোর সন্দেহে গণপিটুনি দেয়ায় সুলতান নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত সুলতানের নামে কাপাসিয়া থানায় ২০১৮ ডাকাতি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হলেও তা কোথা থেকে আসলো কিভাবে আসলো তা নিশ্চিত হওয়া যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।