খুলনায় শ্রমিক দলের শোভাযাত্রায় পুলিশের লাঠিচার্জ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনা জেলা ও মহানগর শ্রমিক দলের শোভাযাত্রায় বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ
প্রথম নিউজ, খুলনা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনা জেলা ও মহানগর শ্রমিক দলের শোভাযাত্রায় বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। এতে শ্রমিক দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মিছিল থেকে খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিসহ ২ জনকে আটক করে পুলিশ। আজ সকাল ১১টার দিকে খুলনা শহরের বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খুলনা মহানগর শ্রমিক দলের নেতারা জানান, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করার চেষ্টা করে খুলনা জেলা ও মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা। মিছিলটি কিছুদূর এগুতেই বিনা কারণে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এতে শোভাযাত্রাটি পণ্ড হয়ে যায়। এসময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিক দলের শোভাযাত্রার কোন অনুমতি ছিল না। অনুমতি ছাড়া মিছিল বের করায় সেটি ছত্রভঙ্গ করে দেয়ায় হয়েছে।