খালেদা জিয়ার কিছু হলে দায় শেখ হাসিনার : প্রিন্স
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে নগরীর টাউন হল মোড়ে বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে মহানগর বিএনপির পদযাত্রী কর্মসূচীর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।
এ সময় এই বিএনপি নেতা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ বিদ্যুৎ খাতে দুর্নীতি করে দেশের জনগনকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এছাড়াও তাদের ভ্রান্তনীতির কারণে দেশের সকল ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। তারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এই অবস্থায় সরকারের পতনের দাবিতে দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। অচিরেই তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের চূড়ান্ত ডাক আসবে। কারণ দেশ-বিদেশে একই সুর শেখ হাসিনা ভোট চোর।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, বিশ্ব বিবেকসহ সবাই আওয়ামীলীগ সরকারের অপশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আপনারা ঐক্যবদ্ধ হোন, তারেক রহমানের নেতৃত্বে রাজপথের আন্দোলনে এই সরকারের বিদায় নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না।
এ সময় মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন।
এছাড়াও এই পদযাত্রা কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, একেএম মাহাবুবুল আলম, কাজী রানা, এড. এমএ হান্নান খান, ফারজানা রহমান হুসনা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, শামীম আজাদ, লিটন আকন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতারা।
পরে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে একটি বিশাল পদযাত্রা নগরীর নতুন বাজার ও আমলাপাড়া ঘুরে হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করে।