খরচ কমাতে ও ব্যবসা বাঁচাতে ১৮% কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বারবেরির

খরচ কমাতে ও ব্যবসা বাঁচাতে ১৮% কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বারবেরির

প্রথম নিউজ, অনলাইন: বিশ্বব্যাপী বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড বারবেরি বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে। ২০২৭ সালের মধ্যে তাদের বিশ্বব্যাপী কর্মীসংখ্যার ১৮ শতাংশ কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এতে প্রায় ১৭০০ জনের চাকরি হুমকির মুখে পড়েছে।

কম্পানিটি জানায়, এই ছাঁটাইয়ের মাধ্যমে তারা বছরে ১০০ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৩৩ মিলিয়ন ডলার) সাশ্রয় করতে চায়।
এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে বারবেরির দক্ষতা ও লাভজনকতা বাড়ানো। গত অর্থবছরে বারবেরি ৩ মিলিয়ন পাউন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ২০২৪ সালের মার্চ পর্যন্ত তাদের রাজস্ব উল্লেখযোগ্য হারে কমেছে। এর প্রেক্ষিতেই প্রতিষ্ঠানটি এই বড় ধরনের সিদ্ধান্ত নেয়। অন্যান্য বিলাসবহুল ব্র্যান্ডগুলোর মতো, বারবেরিও সম্প্রতি বিশ্বব্যাপী খরচ কমে যাওয়ার প্রভাব অনুভব করছে।
২০২৩ সালে কম্পানির শেয়ারের দর সর্বোচ্চ ছিল, সেখান থেকে এখন পর্যন্ত তা ৬৬ শতাংশ কমেছে। বুধবার (১৪ মে) বারবেরির শেয়ার দর ৯ শতাংশ বেড়ে যায়। তবে প্রতিষ্ঠানটি বলছে, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। 

বারবেরির নতুন নির্বাহী প্রধান জোশুয়া শুলম্যান নেতৃত্বে আসার পরে বারবেরি তাদের ব্যবসায় পরিবর্তন আনার চেষ্টা করছে।
কম্পানিটি এখন তাদের জনপ্রিয় ট্রেঞ্চ কোট ও স্কার্ফের মতো মূল পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে এবং ব্যাগ ও জুতার দাম কিছুটা কমানোর পরিকল্পনাও করছে। যেসব ক্রেতারা বিলাসিতায় খরচ করতে চান কিন্তু তাদের পক্ষে উচ্চমূল্যের পণ্য কিনে ফেলা কঠিন, তাদের জন্য বারবেরির এই পদক্ষেপ। তবে বিশ্লেষকেরা বলছেন, বারবেরি মাঝামাঝি দামের বিলাসপণ্যের বাজারে টিকে থাকতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।